গেল বছর নভেম্বরে হঠাৎ করেই বাংলাদেশের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কার কোচ হিসেবে যোগ দেন চন্ডিকা হাথুরুসিংহে। তার এ সিদ্ধান্তে অবাকই হয়েছিল বাংলাদেশের ক্রিকেট মহল। তার অধীনে বাংলাদেশের সাফল্য আসলেও, তাকে নিয়ে অস্বস্তিরও শেষ ছিল না বিসিবির মধ্যে। বিশেষ করে দল নির্বাচনসহ নানা বিষয়ে তার হস্তক্ষেপে বিরক্ত ছিলেন সিনিয়র খেলোয়াড়রাও। এ নিয়ে অসন্তোষও ছিল দলের মধ্যে। বড় আশা নিয়ে হাথুরুসিংহেকে কোচ হিসেবে নিয়োগ দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। কিন্তু সেখানে যোগ দিয়েও অযাচিত হস্তক্ষেপের অভ্যাস ত্যাগ করতে পারেননি তিনি। এবার ৫০ বছর বয়সী এই কোচের আসল রূপ দেখল ওয়ানডে ও টি-টুয়েন্টিতে লঙ্কান দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। হাথুরুর দাপটে অধিনায়কত্বের পদ ছাড়তে হচ্ছে ৩১ বছর বয়সী এই অল রাউন্ডারকে। অথচ এই হাথুরুর অনুরোধেই পুনরায় দলের দায়িত্ব নিয়েছিলেন ম্যাথুজ! এশিয়া কাপের চলতি আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। শোচনীয়ভাবে হারে বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে। আর এই হারের সমস্ত দায় অধিনায়ক ম্যাথুজের ওপর চাপিয়ে তাকে পদত্যাগের জন্য বলা হয়েছে। শনিবার এক মিটিংয়ে নির্বাচক কমিটি ও কোচ হাথুরুসিংহে ম্যাথুজকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে যেতে বলে। এ ঘটনায় বিস্মিত ম্যাথুজ, তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন, এশিয়া কাপের ব্যর্থতার জন্য তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। তাই সোমবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর কাছে এক চিঠিতে তিনি লিখেছেন, শুক্রবার ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত একটি মিটিংয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নির্বাচক কমিটি আমাকে ওয়ানডে ও টি-টুয়েন্টির অধিনায়কের পদ ছেড়ে দিতে বলেছে। এ প্রস্তাবে আমি খুবই অবাক হয়েছি। তাৎক্ষণিকভাবে আমার মনে হয়েছে, এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে হারের কারণে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে। ওই হারের দায় নিতে আমি প্রস্তুত। কিন্তু একই সাথে আমার মনে হয়েছে, আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। দলের ব্যর্থতার দায় নিতে প্রস্তুত হলেও সমস্ত দায় একা নিজের ঘাড়ে নিতে রাজি নন ম্যাথুজ। সেই কারণ ব্যাখ্যা করে তিনি আরো লিখেছেন, আপনি জানেন, দলের সব সিদ্ধান্ত নির্বাচক কমিটি ও কোচের সাথে মিলে নেওয়া হয়। তাই আমি এ যুক্তির সাথে একমত নই যে, হারের জন্য একমাত্র আমার অধিনায়কত্বই দায়ী। তবে এসবের পরও তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন, যাই হোক, আমি নির্বাচক কমিটি ও হেড কোচের অনুরোধকে মন থেকে শ্রদ্ধা জানিয়ে দ্রুত দায়িত্ব থেকে সরে দাঁড়াবো। চিঠিতে তিনি স্মরণ করিয়ে দেন, হাথুরুসিংহের অনুরোধেই দলের অধিনায়কত্বের দায়িত্ব আবার কাঁধে তুলে নেন। কারণ কোচ তাকে অনুরোধ করেছিলেন, ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব নিতে। সেই অনুযায়ী নিজের পরিকল্পনাও জানিয়েছিলেন ম্যাথুজকে। কোচের কথায় বিশ্বাস রেখে দেশের স্বার্থে সেদিন রাজি হয়েছিলেন ম্যাথুজ। কিন্তু সেই হাথুরুই এশিয়া কাপের হারের ব্যর্থতার সব দায় চাপিয়ে দিলেন ম্যাথুজের ওপর। শুধু দায় চাপিয়েই বসে থাকেননি, নির্বাচকদের নিয়ে অধিনায়কত্বের পদ ছাড়তেও ম্যাথুজকে বাধ্য করেছেন। এরই মধ্যে আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমালকে ওয়ানডের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। তথ্যসূত্র: পরিবর্তন এআর/০৬:১০/২৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IbU16O
September 25, 2018 at 12:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top