এশিয়া কাপ বিপর্যয়ে সমালোচনার মুখে পাক দল

আবু ধাবি, ২৭ সেপ্টেম্বরঃ বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপের ফাইনালের আগেই ছিটকে গিয়েছে পাকিস্তান। হতাশা বাড়িয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে জোড়া ম্যাচে লজ্জার হার। প্রাক্তন ক্রিকেটারদের প্রবল সমালোচনার পাশাপাশি অনেকটাই এলোমেলো বিশ্বকাপের ভাবনা।
গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সবাইকে চমকে দিয়েছিল টিম পাকিস্তান। কিন্তু তারপর কখনও সাফল্য,কখনও চূড়ান্ত ব্যর্থতার ছবি।
সাকলিন মুস্তাকের মতো প্রাক্তন চ্যাম্পিয়ন স্পিনার এরজন্য কাঠগড়ায় তুলছেন খোদ দলের দক্ষিণ আফ্রিকাজাত কোচকেই। প্রাক্তন অফস্পিনারের অভিযোগ, এশিয়া কাপে মিকি আর্থারের নির্দিষ্ট কোনো ভিশন ছিল না। উইনিং কম্বিনেশন বা সেরা কম্বিনেশন কী, সে সম্পর্কে স্বচ্ছ ধারণার কোনো প্রতিচ্ছবি দেখতে পাইনি দল নির্বাচনের ক্ষেত্রে।

হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিও। বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে আফ্রিদি লিখেছেন, বাংলাদেশকে অভিনন্দন। একইসঙ্গে আমি হতাশ পাকিস্তানের সামগ্রিক পারফরম্যান্সে। তিন বিভাগেই আমরা পজিটিভ ক্রিকেট উপহার দিতে ব্যর্থ। তরুণ দল, শেষ টুর্নামেন্টে ভালো পারফর্ম করেছিল। ফলে প্রত্যাশাও বেড়ে গিয়েছিল আমাদের। ব্যর্থতা সরিয়ে ঘুরে দাঁড়াতে হলে প্রচুর খাটতে হবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OedkC8

September 27, 2018 at 09:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top