নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বরঃ বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত উত্তর সিকিম। গত দু’দিনে ৩৫০ জনকে উদ্ধার করল সেনা। পর্যটক ছাড়াও এঁদের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা এবং সেনাকর্মীরা। জানা গিয়েছে, উত্তর সিকিম সেনার ১১২ মাউন্টেন ব্রিগেডের হেলিকপ্টার রবিবার সকাল থেকে উদ্ধার কাজে নামে। রবিবার পর্যন্ত বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে সিকিম। ধস নেমে সম্পূর্ণ বিছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। দুর্গতদের জন্য ত্রাণসামগ্রীরও ব্যবস্থা করা হয়েছে।
রবিবার বিকেল থেকে এক নাগাড়ে বৃষ্টি না কমায় বিদ্যুৎ এবং জল পরিসেবা স্বাভাবিক করতে কাজে নামে সিকিম সরকার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কিছুদিনের মধ্যেই সেখানে নতুন সেতু তৈরির কাজ শুরু হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Oz8s7B
September 18, 2018 at 04:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন