জয়পুর, ৩০ সেপ্টেম্বরঃ আদালতে যাওয়ার আগেই রাজস্থানের পেহলু খান হত্যাকাণ্ড মামলায় সাক্ষীদের এপর গুলি চালাল দুষ্কৃতীরা। শনিবার আলওয়ারের বেহরোর টাউনে আদালতে শুনানিতে নিজেদের আইনজীবীকে সঙ্গে করে আদালতে যাচ্ছিলেন পেহলু খানের ছেলে ইরশাদ ও আরিফ, তাঁদের আইনজীবী, মানবাধিকার কর্মী এবং দুই সাক্ষী রাফিক ও আজমত। নীমরানা থানায় এফআইআর দায়ের করেছেন পহেলু খানের ছেলে ইরশাদ। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বাড়ি থেকে রওনা হওয়ার পর থেকেই একটি কালো স্করপিও গাড়ি তাঁদের গাড়ির পিছু নিয়েছিল। বারবার ওভারটেক করার চেষ্টা করছিল। কিন্তু গাড়ি না থামানোয় গুলি চালাতে শুরু করে স্করপিও গাড়িতে থাকা আততায়ীরা। বেশ কয়েকরাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। কারোর চোট লাগেনি ঠিকই। কিন্তু এই ঘটনার পর সাক্ষীদের জন্য পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন পেহলু খানের পরিবারের লোকেরা। আদালতে যাওয়া আসার সময় পুলিশি নিরাপত্তার দাবি করেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, ওই গাড়ির কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zFA99M
September 30, 2018 at 08:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন