ঢাকা, ৩০ সেপ্টেম্বর- এশিয়া কাপের শিরোপা জয়ের অনেক কাছে গিয়েও তাকে স্পর্শ করা হলোনা টাইগারদের। বাংলাদেশকে বড় স্টেজে আরও একবার হারের তিক্ত স্বাদ দিল ভারত। তবে, বারবার ফাইনালে হেরে যাওয়াকে মানসিক বাধা মনে করছেন না টাইগারদের হেড কোচ স্টিভ রোডস। তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ শিগগিরই বড় শিরোপা জিতবে। অপরদিকে, ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বড় মঞ্চে আরও ভালো ক্রিকেট খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুবাই থেকে দেশে রওয়ানা হবার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। বাংলাদেশে দলের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ বলেন, খেলার আগের রাতে যখন খেতে গিয়েছিলাম, তখন আমাকে মাশরাফি ভাই ডেকে নিয়ে বলতেছে, ওপেন করতে পারবি। তখন আমি বলি, আপনি যদি বলেন, টিমের প্রয়োজনে তাহলে করতে পারবো। পরে বলল সাহস নিয়ে ব্যাটিং করবি। মিরাজ আরও বলেন, মাশরাফি ভাই আমাকে বলেছিলেন, প্রথম দশ ওভার ক্রিজে থাকতে হবে। কিন্তু যাতে উইকেট ধরে রাখা যায়। এবং সিঙ্গেল রুটে করে খেলতে হবে। আমি রুটেট করে খেলেছি, অপরদিকে লিটন দাস আক্রমণে ছিল। এতে আমরা বেশ সফল হয়েছি। বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ স্টিভ রোডস বলেন, দেখুন, মিডল অর্ডারে আমাদের বড় ভরসা ছিল। কিন্তু ভারতের বিপক্ষে ব্যর্থ হয়েছে মিডল অর্ডার। যদিও লিটন ছন্দে ফিরেছে। আমাদের বোলাররা অসাধারণ খেলেছে। আমি আশাবাদী হতে চাই। নিশ্চয় দেশের মানুষও আত্মবিশ্বাস হারাবে না। ছেলেদের নিয়ে আমি গর্বিত। প্রসঙ্গত, ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেবারও বাংলাদেশের হৃদয় ভেঙে শিরোপা উদযাপন করে ভারত। তবে এবারের যন্ত্রণা সবচেয়ে বেশি। ২২২ রানের সংগ্রহ নিয়েও শেষ পর্যন্ত লড়াই করে গেছে বাংলাদেশ। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ৩০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RbmzSb
September 30, 2018 at 04:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top