কলকাতা, ৪ সেপ্টেম্বরঃ সামনেই লোকসভা নির্বাচন। বিজেপি-র সঙ্গে পাল্লা দিতে গেলে অর্থের যোগান যে বেশি চাই তা বুঝতে পারছেন কংগ্রেস নেতারা। তাই সব রাজ্যের প্রদেশ সভাপতি ও কোষাধ্যক্ষকে নিয়ে বৈঠক ডাকল এআইসিসি। তবে, আলোচনায় যে বেহাল কোষাগারের কথা উঠে আসবে তা মানতে চাননি অনেকেই।
সোমবার প্রদেশ নেতৃত্বের কাছে একটি চিঠি আসে। জানা গিয়েছে, এআইসিসি-র সাধারণ সম্পাদক অশোক গেহলট ওই চিঠিটি পাঠান। চিঠিতে লেখা আছে, আগামী ৬ সেপ্টেম্বর দিল্লির ১৫ নম্বর গুরুদ্বারা রাকাবগঞ্জ রোডের দলীয় কার্যালয়ে সংগঠন সংক্রান্ত একটি বৈঠক হবে। সেখানে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি ও কোষাধ্যক্ষদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতিদের হাতেও চিঠিটি এসেছে। কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে এই বৈঠকে উপস্থিত থাকবেন স্বয়ং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। থাকবেন সর্বভারতীয় কোষাধ্যক্ষ আহমেদ প্যাটেল এবং সাধারণ সম্পাদক অশোক গেহলট।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wEXRB3
September 04, 2018 at 11:20AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন