বিতর্কিত ফাইনালে সেরেনাকে হারিয়ে ইউএস ওপেন জয় ওসাকার

নিউ ইয়র্ক, ৯ সেপ্টেম্বরঃ সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের জন্য যুক্তরাষ্ট্র ওপেন জিতলেন জাপানের নাওমি ওসাকা। তিনি জিতলেন ৬-২, ৬-৪ সেটে। জাপানের প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে প্রথম কোনো গ্র্যান্ড স্লাম সিঙ্গলস খেতাব জিতলেন ওসাকা। কিন্তু তাঁর জয়ের সঙ্গে মিশে থাকল বিতর্কও। যা নিয়েই এখন তোলপাড় টেনিস দুনিয়া।

ঘটনার সূত্রপাত দ্বিতীয় সেটে। সেরেনা তখন ৪-৩ গেমে পিছিয়ে। চেয়ার আম্পায়ার কার্লোস রামোস হঠাৎই লক্ষ্য করেন সেরেনার কোচ প্যাট্রিক মৌরাতাগ্লু তাঁকে প্লেয়ার বক্স থেকে ইশারা করে কোনো কিছু বোঝাচ্ছেন। গ্র্যান্ড স্লামের নিয়ম অনুযায়ী, সাইড লাইন থেকে কোচিং নিষিদ্ধ। তাই চেয়ার আম্পায়ার ‘চিটিং’ করার অপরাধে সেরেনার বিরুদ্ধে পেনাল্টি পয়েন্ট দেন। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন সেরেনা। রাকেট ভেঙে ফেলার পাশাপাশি চেয়ার আম্পায়ারের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন ২৩টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা। তিনি কোনো কোচিং নেননি দাবি করার পাশাপাশি আম্পায়ারকে মিখ্যাবাদী ও চোর বলেন তিনি। পরে খেলা শুরু হলেও মনোঃসংযোগ হারিয়ে ফেলেন সেরেনা। ৬-৪ গেমে সেট ও ম্যাচ জিতে নেন ওসাকা।ম্যাচের পরও সেরেনা দাবি করেছেন, তিনি নির্দোষ। চেয়ার আম্পায়াকে ক্ষমা চাইতে হবে। টেনিসে মেয়েদের অধিকার রক্ষার জন্যই তিনি আজ এই কাজ করেছেন বলে জানান তিনি।  ঘটনার পর সেরেনার পাশে দাঁড়িয়েছেন বিলি জিন কিং, ভিক্টোরিয়া আজারেঙ্কা, অ্যান্ডি রডিকের মতো টেনিস তারকারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QgGz5q

September 09, 2018 at 12:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top