বার্লিন, ১৮ সেপ্টেম্বর- জার্মানির প্রাণকেন্দ্রে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না৷ শাড়ি পরিহিতা এক বাঙালি নারী রাস্তায় দাঁড়িয়ে সুর তুলছেন অ্যাকর্ডিয়ানে! আর এই দৃশ্য দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন অনেকেই৷অ্যাকর্ডিয়ানে সুর তুললেন যে নারী তিনিই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। যাকে আগামীদিনের ভারতের প্রধানমন্ত্রী ভাবছেন রাজনীতির অনেক বিশ্লেষক। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যান না কেন পায়ে হেঁটে সেই দেশের বিশেষ জায়গা কিংবা শহর ঘুরবেনই৷ এবারও দেখা গেল তেমনটি। জার্মানির এক পুরনো শহরের রাস্তায় দেখা গেল মমতাকে৷ কফির কাপে চুমুক পাশাপাশি স্ট্রিট মিউজিশিয়ানদের সঙ্গে গল্প জুড়ে দিলেন তিনি। আর এরই মাঝে এক শিল্পীর অ্যাকর্ডিয়ানে সুর তুললেন মমতা; বাজালেন উই শ্যাল ওভারকাম৷ এই দৃশ্যে রাস্তায় ভীর জমে গেল। কিন্তু সেদিকে খেয়ালই করলেন না মমতা। তথ্যসূত্র: কালের কণ্ঠ একে/০৭:৪৫/১৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xs6i2j
September 19, 2018 at 01:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top