চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি মহারাষ্ট্র আদালতের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বরঃ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল মহারাষ্ট্রের একটি আদালত। ২০১০ সালের বাবলি প্রকল্প আন্দোলন সংক্রান্ত একটি মামলায় চন্দ্রবাবু ছাড়া আরও ১৫ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। ২১ সেপ্টেম্বরের মধ্যে ধর্মাবাদ ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালে সংযুক্ত অন্ধ্রপ্রদেশের বিরোধী দলনেতা ছিলেন চন্দ্রবাবু। সেইসময় তাঁর দলের বেশ কয়েকজনকে নিয়ে গোদাবরী নদীর উপরে তৈরি হওয়া বাবলি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন তাঁরা। স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আন্দোলন করায় চন্দ্রবাবুসহ বাকিদের গ্রেফতার করে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NbWYtP

September 14, 2018 at 01:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top