কিডনি রোগে আক্রান্ত আনিকার জীবন বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন

received_2102736986710361
গ্লোবাল ডেস্ক: সিলট বিভাগের খাদিম নগর থানার চক গ্রামের আসফাক আহমেদের মেয়ে শাহরিন সাবা আনিকা দীর্ঘদিন যাবত দূরারোগ্য কিডনি রোগে আক্রান্ত। তার দুইটা কিডনিই নষ্ট।

২০১৫ সালে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রথমে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানে প্রায় দুই সপ্তাহ পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হয় আনিকার ‘ক্রমিক কিডনি ডিজিজ'(5D) এবং ‘রেক্টো ভেজাইনাল ফিসটুলা ও ইউটেরো ভেসিক্যাল ফিসটুলা’ রোগে আক্রন্ত ।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ২০১৬ সালে তাকে পার্শ্ববর্তী দেশ ভারতের CMC হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হয় তার সম্পূর্ণ চিকিৎসার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। এতে প্রায় ৩০ লক্ষ টাকা লাগবে বলে আনিকার স্বামী মামুনুর রশীদ জানান। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত তাকে সপ্তাহে তিন দিন করে ডায়ালাইসিস করাতে হয়। এই দুই বছরেরও বেশি সময় তার চিকিৎসার খরচ পরিবার ও আত্মীয়-স্বজনদের সহযোগীতায় মেটানো হচ্ছে। কিন্তু তার স্থায়ী চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৩০ লক্ষ টাকা এখনো জোগাড় করা সম্ভব হয়নি। তাই তার পরিবার দেশ ও প্রবাসের বিত্তবান, হৃদয়বান ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহযোগীতার আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ নাম্বার:
০১৮১৮৪৪১৫৬৬,০১৮১৪৮৯৩২৬৯,০১৬১৪৮৯৩৩৬৯(আনিকার স্বামী মামুনুর রশীদ)
ব্যাংক একাউন্ট:
Mamun ur Rashid
সিটি ব্যাংক এ/সি – ২৮০১৭৯২৫৮৯০০১ ,অক্সিজেন শাখা।
ডিবিবিএল এ/সি-১৩৩-১৫১-১৫১১১৮, ‍মুরাদপুর শাখা
রকেট এ/সি-০১৮১৪৪১৫৬৬১

উল্লেখ্য: কিছু তরুণ/তরুণী নি:স্বার্থে সারাদেশব্যপি আনিকার সাহায্যের জন্য একটা ফেসবুক গ্রুপ খুলছে-লিংক দেওয়া হল: https://ift.tt/2MqPVbJ



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2N6AtGS

September 13, 2018 at 12:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top