আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কুক

লন্ডন, ৩ সেপ্টেম্বরঃ  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক। ওভালে ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টের পর ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ‘যা কোনদিন কল্পনাও করতে পারিনি তা পেয়েছি। ক্রিকেটকে দেওয়ার মতো আমার আর কিছু নেই। ইংল্যান্ডের হয়ে এই দীর্ঘ সময় খেলতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।’  ২০০৬ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় কুকের। টেস্টে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক কুক (১২, ২৫৪ রান)। ১৬০ টেস্টে ৩২টি সেঞ্চুরি রয়েছে তাঁর।  ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wE16Yx

September 03, 2018 at 07:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top