সিকিমে আটকে পড়া পর্যটকদের আকাশপথে উদ্ধার করল সেনা

শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ উত্তর সিকিমে একটানা বৃষ্টি ও ধসের জেরে আটকে পড়া পর্যটকদের উদ্ধার শুরু করল ভারতীয় বায়ুসেনা ও ত্রিশক্তি। সড়কপথ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যাওয়ায় আকাশপথে চলে উদ্ধারকাজ। হেলিকপ্টারে করে উদ্ধার করা হয় পর্যটকদের। উত্তর সিকিমের একাধিক জায়গায় হেলিকপ্টার নামানো হয়।

ভারী বৃষ্টি ও ধসের জেরে তিনদিন আগে থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করেছিল উত্তর সিকিমে। লাচুং, চ্যাটেন ও চুংথানে আটকে পড়েছিলেন পর্যটকরা। কয়েকজন হেঁটে বা গাড়ি ভাড়া করে ফিরলেও বেশিরভাগই সেখানে আটকে পড়েন। এই অবস্থায় রবিবার সকাল থেকে শুরু হয় উদ্ধারকাজ।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NhEwjx

September 16, 2018 at 07:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top