ইউএস ওপেন থেকে বিদায় ফেডেরার-শারাপোভার

নিউ ইয়র্ক, ৪ অগাস্টঃ ইউএস ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে অবাক হারের মুখে পড়তে হল রজার ফেডেরারকে। টানটান লড়াইয়ের পরে ৩-৬, ৭-৫, ৭-৬, ৭-৬ ফলে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীকে হারালেন জন মিলম্যান। অস্ট্রেলিয়ান অবাছাইয়ের বিরুদ্ধে হারের থেকেও ফেডেরার-বিদায়ের কারণ হিসেবে উঠে আসছে প্রচণ্ড গরম ও আর্দ্রতা। নিউ ইয়র্কে এবারের প্রচণ্ড গরমের সঙ্গে যুঝতে আগেভাগে মার্কিন মুলুকে চলে এসে প্রস্তুতি নিয়েছিলেন ফেডেরার। যদিও তাতেও শেষরক্ষা হল না। ম্যাচের শেষে ফেডেরার জানিয়েছেন, খেলার মাঝে স্বাভাবিক নিশ্বাস-প্রশ্বাসে প্রচণ্ড অসুবিধা বোধ করছিলেন তিনি।

এদিকে, ইউএস ওপেনে অঘটনের দিনে বিদায় নিয়েছেন মারিয়া শারাপোভাও। চতুর্থ রাউন্ডের ম্যাচে স্প্যানিশ কার্লা সুয়ারেজের কাছে ৪-৬, ৩-৬ ফলে স্ট্রেট সেটে হেরে গিয়েছেন মাশা।

অন্যদিকে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। পর্তুগিজ জোয়াও সৌসাকে ৬-৩, ৬-৪ ও ৬-৩ সেটে হারিয়েছেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MP4nPG

September 04, 2018 at 08:25PM
04 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top