ওয়েব ডেস্ক, ২৪ সেপ্টেম্বরঃ আর কিছুক্ষণ পরেই সিকিমের পাকিয়ং বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্ষার সময় তো বটেই, বছরের অনেকবারই সিকিম বিচ্ছিন্ন হয়ে থাকে ১০ নম্বর জাতীয় সড়কে ধসের কারণে। পাকিয়ং চালু হওয়ার পর অন্তত সেই দুর্বিষহ অবস্থা থেকে রেহাই পাবেন সিকিমের মানুষ।
এবার একটু ঘুরে দেখে নেওয়া যাক পাকিয়ং বিমানবন্দরকে–
দেশের ১০০ তম বিমানবন্দর হচ্ছে পাকিয়ং। ২০১ একর জমির উপর এই গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরিতে খরচ পড়েছে ৬০৫ কোটি টাকা।
পাকিয়ং গ্রাম থেকে ২ কিলোমিটার আর সমুদ্রতল থেকে ৪৫০০ ফুট উঁচুতে এই বিমানবন্দর।
পাকিয়ংয়ের ১.৭৫ কিলোমিটার লম্বা ও ৩০ মিটার চওড়া রানওয়ের সঙ্গে রয়েছে ১১৬ মিটার ট্যাক্সিওয়ে। এছাড়াও ১০৬ মিটার বাই৭৬ মিটার অ্যাপ্রন এরিয়ায় একসঙ্গে দুটো এটিআর-৭২ এয়ারক্রাফট দাঁড়ানোর বন্দোবস্ত থাকছে।
৩০০০ স্কোয়ার মিটার টার্মিনাল বিল্ডিংয়ে একসঙ্গে ৫০ জন করে যাত্রীর যাতায়াতের জন্য ব্যবস্থা থাকছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বাগডোগরা থেকে ১২৪ কিলোমিটার দূরে এই নতুন এয়ারপোর্টের ৬০ কিলোমিটার দূরেই চীন সীমান্ত। প্রয়োজনে সামরিক বিমানও এখানে ওঠানামা করতে পারবে।
৪ অক্টোবর স্পাইস জেটের ৭৮ আসনের বিমান উড়বে পাকিয়ং থেকে। সেদিন থেকে বাণিজ্যিকভাবে চালু হয়ে যাবে পাকিয়ং।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xCpmeZ
September 24, 2018 at 10:51AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন