পুনে, ১৬ সেপ্টেম্বরঃ গণেশ চতুর্থীতে ফুচকা দিয়ে তৈরি হল গণেশের মূর্তি। পরিবেশবান্ধব থিমকে মাথায় রেখে প্রায় ১০ হাজার ফুচকা এবং বাঁশ দিয়ে পুনেতে এই মূর্তিটি তৈরি করা হয়েছে।
এই মূর্তি তৈরির পরিকল্পনা করেন ‘গণেশ ভেল’-এর কর্ণধার রমেশ গুডমেওয়ার। তিনি বলেন, বিস্কুট দিয়ে তৈরি গণেশ মূর্তি দেখার পরই ফুচকা দিয়ে গণেশ মূর্তি তৈরির ভাবনা আসে। তিনি আরও বলেন, ‘আমার চাটের ব্যবসা, সেখাই থেকেই এই ভাবনা আসে। ২০১১ সালে আমরা ভেলপুরির উপকরণ দিয়ে গণেশ তৈরি করেছিলাম। তাই এ বছর ফুচকা দিয়ে গণেশ তৈরি করার কথা ভেবেছিলাম।’ এই মূর্তিটি তৈরি করেন শিল্পী প্রশান্ত সৌলাখে। তিনি বলেন, ‘১০ হাজার ফুচকা দিয়ে মূর্তিটি তৈরি করেছি। মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে ১০০ ঘণ্টা। কড়া করে ভাজা ফুচকা দিয়ে মূর্তিটি তৈরি করতে হয়েছে, যাতে তা কোনো ভাবে নষ্ট না হয়। এছাড়াও যে সব উপকরণ লেগেছে তা সবই পরিবেশবান্ধব।’
পুজোর থিম নিয়ে বলতে গিয়ে শিল্পী বলেন, ‘ফুচকা দিয়ে মূর্তি বানানোর পেছনে কারণ হল, গণেশ সকলকে ভেল বিতরণ করছেন এবং তাতে তাঁকে সাহায্য করছে গণেশের বাহন ইঁদুর। পেছনে থাকা সূর্যটি শক্তির প্রতীক। যাতে চাটের দোকানের মালিক ভালোভাবে কাজ করতে পারেন, তার জন্য তাকে উৎসাহ দেবে সূর্য।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Nkf1hT
September 16, 2018 at 06:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন