কলকাতা, ১১ সেপ্টেম্বরঃ লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দাম ১ টাকা করে ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য ভ্যাট-এর হার কমানোয়, পেট্রলের সম্ভাব্য দাম হল ৮২.৬১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি সম্ভাব্য দাম হল ৭৪.৮২ টাকা।
পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও এদেশে তেলের দাম কমছে না। রোজ দাম বাড়ছে। সেস-এর ভাগ রাজ্য পায় না। কেন্দ্র ৯ বার আমদানি শুল্ক বাবদ টাকা বাড়িয়েছে। ২০১৬-র জানুয়ারিতে পেট্রল ছিল ৬৫.১২ টাকা। ২০১৮-র সেপ্টেম্বরে তা হয়েছে ৮১.৬০ টাকা। সাধারণ মানুষকে শুধু হেনস্থা করা হচ্ছে।’
অবিলম্বে ‘কেন্দ্রীয় ট্যাক্স ও সেস’ বাবদ টাকা কমানোর দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে লিটার প্রতি পেট্রলে প্রায় ২০ টাকা করে কেন্দ্রীয় উৎপাদন শুল্ক দিতে হয়। সম্প্রতি পেট্রল-ডিজেলের দামে রাজ্যের ভ্যাট কমিয়েছে রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ। একই পথে হাঁটার কথা মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের। আর এই পথেই হাঁটলেন বাংলার মুখ্যমন্ত্রী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2x5ttPt
September 11, 2018 at 05:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন