বর্ধমান, ১৩ সেপ্টেম্বরঃ কালনার সাহাপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির অফিস থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল সেখানকার ম্যানেজার অশোক বিশ্বাসকে। কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর প্রায় দেড় মাস কেটে গেলেও মৃত্যুর সঠিক কারণ আজও জানতে পারেনি অশোকবাবুর পরিবার।
পরিবারের অভিযোগ, অশোকবাবুকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার ঘটনার সঠিক তদন্তের দাবিতে সাহাপুর কৃষি উন্নয়ন সমবায়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁর পরিবারের সদস্য ও স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের বচসা বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
উল্লেখ্য, ২২ জুলাই সাহাপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভিতরে ক্যাশিয়ার আশুতোষ দেবনাথ ও ম্যানেজার অশোক বিশ্বাসকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে কালনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অশোকবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CYw7N8
September 13, 2018 at 03:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন