বিশ্বনাথ উপজেলা সদর এখন সিসি ক‌্যামেরার আওতায়

received_344167276328444মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের শনাক্ত করতে বিশ্বনাথ উপজেলা সদরকে ক্লোজড সার্কিট (সিসি) ক‌্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। ‍ইতিমধ‌্যে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩০টি ক‌্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে মোট ৬৪টি ক‌্যামেরা স্থাপন করে পুরো উপজেলা সদর ক্লোজড সার্কিট (সিসি) ক‌্যামেরার আওতায় নিয়ে আসা হবে।

বিশ্বনাথে বিভিন্ন প্রতিষ্ঠান, ব‌্যবসায়ী, প্রবাসী ও গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গের আর্থিক সহযোগীতায় এই সিসি ক‌্যামেরা স্থাপন করা হচ্ছে। স্থাপনকৃত এসব ক‌্যামেরা খুবই উন্নতমানের। এতে করে পুরো উপজেলা সদর সার্বক্ষণিক নজরদারির আওতায় চলে আসবে। অপরাধপ্রবণতা কমবে, বাড়বে নাগরিক নিরাপত্তা।

বিশ্বনাথ সদরকে সিসি ক্যামেরার আওয়াতায় নিয়ে আসতে ইতিপর্বে একাধিক বার পরিকল্পনা নিয়েও তা বাস্তবায়ন হয়নি। এবার বিশ্বনাথ থানার বর্তমান অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম’র পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নত করে সিসি ক্যামেরা বসানোর জন‌্য একটি তালিকা তৈরি করা হয়। এরপর বিশিষ্টজন ও সাংবাদিকদের সহযোগীতায় বিশ্বনাথের বিভিন্ন ব‌্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করেন ওসি শামসুদ্দোহা পিপিএম।

পুলিশ সূত্রে জানা যায়, স্থাপিত ক্যামেরাগুলো ২৪ ঘণ্টা মনিটর করা হবে। সংরক্ষণ করা হবে ভিডিও চিত্র। কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে তারা সিসি ক্যামেরা দ্বারা অপরাধী শনাক্ত করা সহজ হবে।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, অপরাধী শনাক্ত করতে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করা হবে। বিশ্বনাথ উপজেলা সদরকে সিসি ক্যামেরার আওতায় আনা হলে জনগণের জানমালের নিরাপত্তা বাড়বে। উপজেলা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য যারা সহযোগীতা করেছেন এবং করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2OgD3cX

September 27, 2018 at 07:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top