বন্ধ রুখতে কঠোর রাজ্য

কলকাতা, ৮ সেপ্টেম্বরঃ আগামী সোমবার ১০ সেপ্টেম্বর বামফ্রন্ট ও কংগ্রেসের ডাকা বন্ধ রুখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। যানবাহনে ভাঙচুর করা হলে গাড়ি মালিককে দেওয়া হবে ক্ষতিপূরণও। সাধারণভাবে অশান্তির আশঙ্কায় বেসরকারি যানবাহন যে কোনো বন্ধেই পথে কম বেরোয়। বন্ধ ব্যর্থ করতে সরকার বাড়তি পরিবহণের ব্যবস্থা করে। এবারের বন্ধ ব্যর্থ করতে নজিরবিহীনভাবে পরিবহণ ক্ষেত্রে বিমার ব্যবস্থা করছে রাজ্য সরকার। নির্দিষ্ট সময়ে এর জন্য অভিযোগ জানাতে হবে। পরিবহণ দপ্তর সূত্রে প্রকাশ, বন্ধের দিন কোনো যানবাহন ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট থানায় গাড়ি মালিককে ১২ ঘণ্টার মধ্যে অভিযোগ জানাতে হবে। এর ৭২ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ মিলবে বলে সরকারি সূত্রে জানা যায়। ক্ষেত্রবিশেষে যানপ্রতি সর্বোচ্চ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ মিলবে।
পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যের বিরুদ্ধে কংগ্রেস ও বামপন্থীরা পৃথকভাবে আগামী ১০ সেপ্টেম্বর ভারত বন্ধ ডেকেছে। সমর্থন করেছে সমাজবাদী পার্টি, এনসিপি, ডিএমকে সহ কয়েকটি বিরোধী দল।

ছবিঃ সংগৃহীত



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wQdqF6

September 08, 2018 at 11:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top