আসানসোল, ২১ সেপ্টেম্বরঃ আসানসোল স্টেশনে উদ্বোধন হল অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার। বৃহস্পতিবার বিশ্রামাগারের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
আসানসোল স্টেশনের ডুরান্ড ইন্সটিটিউটকে আগেই প্যারিসের অপেরার স্টাইলে সাজিয়ে তোলা হয়েছে। এবার যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য স্টেশন চত্বরে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক বিশ্রামাগার তৈরি করা হল। খুব অল্প খরচে সেখানে বিশ্রাম নিতে পারবেন যাত্রীরা।রেলের তরফে জানানো হয়েছে, মোট ২৪ লক্ষ টাকা ব্যয়ে এই বিশ্রামাগারটি তৈরি করা হয়েছে। তবে শুধু আসানসোল স্টেশনেই নয়, আগামীদিনে আসানসোল ডিভিশনের দুর্গাপুর ও অন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনেও এমন শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক বিশ্রামাগার তৈরি করা হবে বলে জানিয়েছেন আসানসোলের ডিআরএম প্রশান্ত কুমার মিশ্র।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xFYsSv
September 21, 2018 at 01:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন