উত্তরাখণ্ডে ফের শুরু ওয়াটার স্পোর্টস

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বরঃ স্বস্তির নিঃশ্বাস ফেলল উত্তরাখণ্ডের অ্যাডভেঞ্চার ট্যুরিজম শিল্প। বুধবার উত্তরাখণ্ডের হাইকোর্ট নিষেধাজ্ঞা তুলে নিল হোয়াইট ওয়াটার র‌্যাফটিংয়ের উপর থেকে। জারি করা হল বেশ কিছু কড়া নিয়ম।

হাইকোর্টের প্রধান বিচারপতি রাজীব শর্মা এবং বিচারপতি লোকপাল সিং-এর একটি ডিভিশন বেঞ্চ এদিন জানায় রাজ্যে হোয়াইট ওয়াটার র‌্যাফটিং করার অনুমতি দেওয়া হল। তবে মেনে চলতে হবে উত্তরাখণ্ড রিভার র‌্যাফটিং অ্যান্ড কায়াকিং বিধি, ২০১৪। উচ্চ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যাতে তিন দিনের মধ্যে সেনা বাহিনীর হাতে নো অবজেকশন সার্টিফিকেট তুলে দেওয়া হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2x9zI5I

September 13, 2018 at 01:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top