রাহুলের নতুন হাতিয়ার আইএল অ্যান্ড এফএস

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এবার নতুন আক্রমণ শানালেন রাহুল গান্ধি। রবিবার রাহুল বলেন মোদি সরকার ঋণে জর্জরিত সংস্থা আইএল অ্যান্ড এফএস-কে বাঁচাতে ভারতীয় জীবন বিমা নিগমের(এলআইসি) অর্থ ব্যবহার করছে। বর্তমানে আইএফঅ্যান্ড এফএস-এর ঋণের পরিমাণ ৯০ হাজার কোটি টাকা। এই সংস্থার ২৫.৩৪ শতাংশ শেয়ার রয়েছে এলআইসির হাতে। শুক্রবার এলআইসি জানিয়েছিল, আইএল অ্যান্ড এফএস-এর ৩২ হাজার কোটি টাকার ঋণ মকুবের জন্য সাহায্যা করবে। রাহুল বলেন, দেশের জনগণ বিশ্বাস করে এলআইসি-তে টাকা রাখে সেই টাকা কেন ঋণ খেলাপি সংস্থার জন্য ব্যবহার করা হবে। এছাড়া রাহুল আইএল অ্যান্ড এফএসের আর্থিক অবস্থার জন্য ফরেন্সিক অডিটের দাবি জানিয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DJrHdA

September 30, 2018 at 11:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top