নেশাগ্রস্ত অবস্থায় জ্যান্ত সাপ খেয়ে মৃত্যু ব্যক্তির

আমরোহা, ১২ সেপ্টেম্বরঃ নেশাগ্রস্ত অবস্থায় জ্যান্ত সাপ খেয়ে ফেলে বেঘোরে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনার সময় ওই ব্যক্তি সাপটি নিয়ে খেলা করছিলেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনাটির একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

উত্তরপ্রদেশের আমরোহায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, পেশায় দিনমজুর মহিপাল সিং মদ্যপান করে ফেরার সময় রাস্তার ধারে একটি সাপ দেখতে পান। নেশার ঘোরে ওই সাপটিকে হাতে তুলে নেন তিনি। তা দেখে মানুষজন জড়ো হয়ে যায়। অনেকে মহিপালকে সাপটি নিয়ে খেলা করার জন্য উস্কানি দেন আর মোবাইলে ভিডিয়ো করতে শুরু করেন। সেই সময় কারও কথাতে মহিপাল সাপটি মুখে ঢোকালে তাঁর হাত পিছলে সেটি গলা দিয়ে পেটে চলে যায়। তখনই অসুস্থ বোধ করেন মহিপাল। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘণ্টা চারেক বাদেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

পুলিশ ভাইরাল ভিডিয়োটি খতিয়ে দেখছে। মহিপালকে কোনওরকম প্ররোচনা দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2x8ZIO0

September 12, 2018 at 06:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top