আবু ধাবি, ২৬ সেপ্টেম্বর- তামিম ইকবালের পর এবারের এশিয়া কাপ শেষ সাকিব আল হাসানেরও। বাঁ হাতের কনিষ্ঠ আঙুলের চোটে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। এবার নিশ্চিত হলো আজ রাতেই দেশে ফিরে আসছেন সাকিব। আজ রাত সোয়া ১১টায় দুবাই থেকে সপরিবারে দেশে ফিরবেন সাকিব। দেশে ফিরেই অস্ট্রেলিয়া কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে যাবেন তিনি। তবে কবে যাবেন তা জানা যায়নি।নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একটি সুত্র নিশ্চিত করেছে এই তথ্য। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে টসের পর অধিনায়ক মাশরাফি জানান সাকিব একাদশে থাকছেন না। হাতের আঙুলের চোট বেড়ে যাওয়ায় একাদশে রাখা হয়নি তাকে। তার বদলে দলে ঢুকেছেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। এরপরই জানা যায় চলতি এশিয়া কাপে থাকা হচ্ছে না সাকিবের। সাকিবের চোটের অবস্থা এতোই খারাপ যে সাকিব ব্যাট ধরতেই পারছেন না। ম্যাচের আগেই এমন তথ্য জানিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। তবে ইনজেকশন নিয়ে খেলবেন সাকিব, এমন কথা শোনা যায় ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে। কিন্ত তা আর হলো না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ফিল্ডিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পান এই অলরাউন্ডার। পরে ডাক্তার বলেছিলেন অস্ত্রোপচার করাতে হবে। তারপরও ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজেকশন নিয়েই খেলেছেন। এশিয়া কাপের আগেও তার অস্ত্রোপচার করা নিয়ে বেশ দু-টানা দেখা গিয়েছিল। কিন্তু এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে তাকে ছাড়া খেলার ঝুঁকি নিতে চায়নি বিসিবি। চলতি এশিয়া কাপের চার ম্যাচে বল হাতে ৭ উইকেট পেলেও ব্যাট হাতে মাত্র ৪৯ রান করেন সাকিব। ব্যাট হাতে তার এমন অনুজ্জ্বল পারফরম্যান্সের জন্য তার আঙুলের চোটই দায়ী বলে মনে করছেন সবাই। তথ্যসূত্র: পূর্বপশ্চিম এইচ/২০:৫২/২৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QcaVoX
September 27, 2018 at 02:52AM
26 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top