জলপাইগুড়ি, ১ সেপ্টেম্বরঃ কেন্দ্রের তরফে স্বপ্নাকে কোনো পুরস্কার দেওয়া হবে তা আগেই জানা ছিল। তবে সেটা কি তা পরিষ্কার জানা ছিল না। শনিবার কালিয়াগঞ্জে এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মনের বাড়ি গিয়ে বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া জানান, ৪ সেপ্টেম্বর দিল্লিতে স্বপ্নার হাতে ৩০ লক্ষ টাকা তুলে দেওয়া হবে। এছাড়া দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চাকরিও। ব্যবস্থা করা হবে ভবিষ্যতে অলিম্পিকের জন্য ট্রেনিংয়েরও।
দেশের প্রথম মহিলা অ্যাথলেট হিসেবে হেপটাথেলনে সোনা জেতেন স্বপ্না। আজ সকালে তাঁর বাড়িতে যান আলুওয়ালিয়া। কথা বলেন স্বপ্নার মায়ের সঙ্গে। তিনি জানান, এশিয়াডে যারা মেডেল পেয়েছে তাঁদের সঙ্গে রাজ্যবর্ধন সিং রাঠোর ৪ সেপ্টেম্বর দিল্লিতে দেখা করবেন। সেখানে সকলকে পুরস্কার দেওয়া হবে। তখনই স্বপ্নার হাতে তুলে দেওয়া হবে অর্থমূল্য। এর পরের দিন প্রধানমন্ত্রী দেখা করবেন তাদের সঙ্গে। তবে শুধুমাত্র স্বপ্নাই নয়, তাঁর ভাইদেরও দেখবে সরকার।
আকার ইঙ্গিতে আলুওয়ালিয়া বলেন, স্বপ্নাকে রেলে চাকরি দেওয়া হতে পারে। এর আগে রাজ্য সরকারের তরফে স্বপ্নাকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LL9Em6
September 01, 2018 at 05:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন