নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বরঃ ফৌজদারি অপরাধে অভিযুক্তরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না তা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। জানা গিয়েছে, ফৌজদারি অপরাধে চার্জ গঠনের পরও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন যে কোনও নাগরিক। তবে, ৫ বছরের বেশি সাজা হতে পারে এমন গুরুতর অপরাধের ক্ষেত্রে চার্জ গঠনের পর অভিযুক্তের নির্বাচনে অংশগ্রহণের অধিকার কেড়ে নিক সুপ্রিমকোর্ট, এই দাবি জানিয়ে আদালতে জমা পড়েছে আবেদন। দাগি অপরাধীদের ভোট ময়দানে নামা রুখতে দায়ের মামলার রায়ে এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সুপ্রিমকোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, চার্জশিটের ভিত্তিতে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যায় না। পাশাপাশি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে অভিযুক্ত রাজনৈতিক নেতাদের তালিকা ওয়েবসাইটে দেওয়ার অনুরোধ করা হয়েছে। যাতে কার বিরুদ্ধে কত অভিযোগ রয়েছে তা সাধারণ মানুষ জানতে পারে। আদালত জানিয়েছে, রাজনীতিতে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। তাই রাজনৈতিক নেতাদের ফৌজদারি অপরাধ থেকে দূরে থাকা উচিত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zsa9hY
September 25, 2018 at 01:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন