কলকাতা, ২৮ সেপ্টেম্বর- নারদা- বুধবার বিজেপির ডাকা বনধ ঘিরে ধুন্ধুমার অবস্থা৷ বিভিন্ন জায়গায় অবরোধকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তি৷ উত্তর ২৪ পরগনার গুমা স্টেশনে সেই অশান্তি ঘিরেই এক নির্লজ্জ পরিস্থিতি৷ আন্দোলনকারী এক বিজেপি মহিলা কর্মীকে প্রথমে লাঠি পেটা, পরে লাথি মারার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা আরশাদ উজ্জামানের বিরুদ্ধে৷ প্রতিবাদ জানিয়ে জাতীয় মহিলা কমিশনের দারস্থ হয় বিজেপি৷ কমিশন অভিযোগ গ্রহন করেছে৷ বনধের দিন তখন বিজেপি কর্মীদের ব্যস্ততা চরমে৷ শক্তি প্রদর্শণে দিকে দিকে চলছে রেল অবরোধ৷ ব্যতিক্রম নয় গুমা স্টেশনও৷ বিজেপির মহিলা মোর্চার স্থানীয় সদস্যারা দাঁড়িয়ে রেলের ট্র্যাকে৷ সেই সময়ই তৃণমূল নেতা আরশাদ উজ্জামানের নেতৃত্বে রেল অবরোধের প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কর্মীরা৷ শুরু হয় বচসা৷ অভিযোগ বচসা গড়ায় মারধরে৷ বিজেপি মহিলাদের মারধর শুরু করে তৃণমূল কর্মীরা৷ এরই মধ্যে গেরুয়া পতাকা বহনকারী এক মহিলা বিজেপি কর্মীকে লাথি মারেন তৃণমূল নেতা আরশাদ উজ্জামান৷ ব্যারিকেডে লাগায় মাথায় আগাচ পান তিনি৷ সেই দৃশ্যের ভিডিও ও ফুটেজ ঘটনার পরপরই ভাইরাল হয়ে যায়৷ প্রতিবাদে মুখর হন সবাই৷ রাজ্য বিজেপি নেতৃত্ব দলের কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়কে পুরো বিষয়টি জানান৷ সব দেখে দোষী তৃণমূল নেতার শাস্তির দাবি তোলেন তিনি৷ ঘটনা জানানো হয় জাতীয় মহিলা কমিশনে৷ জাতীয় মহিলা কমিশন সেই অভিযোগ নথিভুক্ত করেছে৷ এদিন কমিশনের সম্পাদিকা রেখা শর্মা টুইট করে বিষয়টি স্পষ্ট করেন৷ টুইটে উল্লেখ জাতীয় মহিলা কমিশন ঘটনা খতিয়ে দেখার জন্য রাজ্য পুলিশের ডিজিকে জানিয়েছে৷ প্রয়োজনে পুলিশ পাঠিয়ে গোটা ঘটনা জানতে বলা হয়েছে৷ ব্যবসায়ীদের ঢাল করে ১২ ঘন্টার বনধ ২ ঘন্টা আগেই প্রত্যাহার করে নেয় বিজেপি৷ অনেকেই তার পিছনে গেরুয়া শিবিরের সাংগঠনিক ব্যর্থতার তত্ত্ব খাড়া করছে৷ অস্বস্তি কাটাতে মরিয়া বিজেপি৷ তাই বনধের দিনে দলের মহিলা কর্মী আক্রান্ত হওয়ার ঘটনাকে জাতীয় মঞ্চে তুলে ধরে বিজেপি হালে পানি পাওয়া চেষ্টা করছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৫:৪০/২৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xKKGyR
September 28, 2018 at 11:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন