মোটা হলে ছাড় দেওয়া হবে না মদে, সিদ্ধান্ত উপকূলরক্ষী বাহিনীর

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বরঃ উপকূলরক্ষী বাহিনীর কোনও সদস্যের ওজন বেশি বা মোটা হলে তাঁরা মদে কোনও ছাড় পাবেন না। এমনটাই জানিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর উত্তর-পশ্চিম শাখা। জওয়ানদের ফিট রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমান্ডার রাকেশ পাল। বাহিনীর সদস্যদের কাছেও এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।

মোটা হয়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে মদকেই চিহ্নিত করেছে উপকূলরক্ষী বাহিনীর কর্তারা। মোটা হওয়ার কারণে অনেক আধিকারিককেই উপকূলবর্তী এলাকায় বদলি করা সম্ভব হচ্ছিল না। ওজন কমানোর জন্য বহুবার আধিকারিকদের বলা হয়েছে। কিন্তু কেউ এতে গুরুত্ব দেননি। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কমান্ডার রাকেশ পাল। তিনি বলেন, ‘আমাদের কাজ উপকূলে পাহারা দেওয়া। কিন্তু ফিটনেসের সমস্যার জন্য তাঁদের জাহাজে বদলি করা সম্ভব হয় না।’

প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন ক্যান্টিন থেকে ভর্তুকিতে মদ কিনতে পারেন বাহিনীর সদস্যরা। বাজার চলতি দাম থেকে যা অনেকটাই কম। ওজন কমিয়ে ফেললে ফের ভর্তুকিতে মদ কেনা যাবে বলে আশ্বাস দিয়েছেন সেনাকর্তারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2O2W5jO

September 09, 2018 at 08:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top