ক্রিকেট বিশ্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর নাম ভারত ও পাকিস্তান। এই দুই দেশের খেলা মানেই উত্তাপ-উত্তেজনা। তবে দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে তাদের প্রতিদ্বন্দ্বিতা এখন আর তেমন দেখা যায় না। কিন্তু এশিয়া কাপের চলতি আসরে মুখোমুখি হচ্ছে এই দুই দল। আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে নামবে পাক-ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মুখ খুললেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। নিজ দেশের প্রতি তার আহ্বান, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করুন। দেশটির ক্রিকেট দলের সঙ্গে নিয়মিত ম্যাচের আয়োজন করুন নতুবা পুরোপুরি তাদের সঙ্গে খেলা বন্ধ করুন। গম্ভীর বলেন, কোনো দলের ওপর শর্তমূলক নিষেধাজ্ঞা থাকতে পারে না। কেবল বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলবে আর বাকি সময়ে না। তা হতে পারে না। ভারতকে নিজেদের অবস্থান পরিস্কার করতে হবে। হয় চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নিয়মিত খেলবে নতুবা পুরোপুরি না করে দিতে হবে। গম্ভীর মনে করেন, পাক-ভারত ম্যাচ ঘন ঘন হওয়া উচিত এবং তা ক্রিকেটের স্বার্থেই। এতে দুই দেশের স্বার্থই হাসিল হবে। দুই বোর্ডও আর্থিকভাবে লাভবান হবে। এক্ষেত্রে নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করতে হবে। যেখানে সব ফরম্যাটের ম্যাচই অন্তর্ভুক্ত থাকবে। উল্লেখ্য, ভারত-পাতিস্তান সবশেষ মুখোমুখি হয় গেল বছর চ্যাম্পিয়নস ট্রফিতে। ফাইনালি লড়াইয়ে কোহলি বাহিনীকে নাস্তানাবুদ করে প্রথমবারের মতো মিনি বিশ্বকাপ ঘরে তোলে পাকিস্তান। অন্যদিকে, এই দুই দল সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলে ২০১৩ সালে। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/ ১৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2D1UwBt
September 17, 2018 at 04:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top