নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বরঃ হঠাৎ জরুরি অবতরণ করতে হল জেট এয়ারওয়াজের একটি বিমানকে। রবিবার শতাধিক মানুষ নিয়ে ৩৬ হাজার ফুট উচ্চতায় ওড়া জেট ওয়ারওয়েজের বিমানটির দুটি ইঞ্জিনের মধ্যে একটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পাইলটের তৎপরতায় ইন্দোর বিমানবন্দরে নিরাপদে বিমানটি জরুরি অবতরণ করানো হয়। সকাল ১০.৪৮ মিনিটে বিমানটি হায়দরাবাদ থেকে ছেড়েছিল। বেলা ১২.১০ মিনিটে ইন্দোরে এটির জরুরি অবতরণ করা হয়।
বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর হায়দরাবাদ থেকে ইন্দোর যাচ্ছিল 9W 955 বিমানটি। তাকে ইন্দোরে জরুরি অবতরণ করানো হয়। বোয়িং ৭৩৭-এর ৯৬ জন যাত্রী ও ৭ ক্রু-কে নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে। জেট এয়ারওয়েজের ইঞ্জিনিয়ারিং টিম বিমানটি পরীক্ষা-নীরিক্ষা করে দেখছে। যাত্রীরা অসুবিধেয় পড়ায় দুঃখিত জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, বিমানটি ৮২ মিনিট সফর করার পর যখন আকাশে উড়ছে, তখন ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এরপর ধীরে ধীরে বিমানের গতি কমিয়ে ইন্দোরে জরুরি অবতরণ করানো হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qk30pn
September 30, 2018 at 06:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন