এদেশের ১৩,৫১১টি গ্রামে স্কুল নেই!

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বরঃ এত ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয় শিক্ষার। অথচ এদেশের ১৩,৫১১টি গ্রামে এখনও নেই কোনো স্কুল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। সাড়ে ১৩ হাজারেরও বেশি গ্রামে এখনও স্কুল না তৈরি করতে পারার পেছনে একাধিক কারণ তুলে ধরেছেন গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা।

এর কারণ হিসেবে গ্রামোন্নয়ন মন্ত্রকের এক অধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকারগুলির গা ছাড়া মনোভাব গ্রামে স্কুল না থাকার অন্যতম কারণ। এ ছাড়া অনেক গ্রামে স্কুল তৈরির জন্য প্রয়োজনীয় মানুষ বসবাস করেন না।

কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে একমাত্র মিজোরামে প্রতিটি গ্রামে স্কুল আছে। এ ছাড়া সামগ্রিক ভাবে দেশের অন্য অংশের তুলনায় উত্তর-পূর্বের পরিস্থিতি বেশ ভালো। একমাত্র মেঘালয়ের ৪১ গ্রামে কোনো স্কুল নেই। বাকি রাজ্যগুলিতে এই সংখ্যাটা নয়ের কম।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pb5f2T

September 16, 2018 at 07:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top