শিশুমৃত্যুর জেরে উত্তেজনা বর্ধমান মেডিকেল কলেজে

বর্ধমান, ১ সেপ্টেম্বরঃ চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগে উত্তেজনা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। সুপারের ঘরের সামনে ক্ষোভে ফেটে পড়েন শিশুর আত্মীয়রা। বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুর পরিবার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার ডাঃ উৎপল দাঁ।শিশুর পরিবার সূত্রে খবর, ১৯ দিন আগে পূর্ব বর্ধমান ভাতাড়ের কর্জনার বাসিন্দা দেবী দাসের দু’মাসের শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছিল। চিকিৎসকরা জানান, ইনফেকশন হয়েছে। তাই ইনজেকশন দিতে হবে। কিন্তু, ইনজেকশন দেওয়ার পরেই শিশুটির অবস্থার অবনতি হয়। পাশাপাশি শিশুটিকে প্রথমে মায়ের দুধ খাওয়ানো হলেও পরে বাইরে থেকে দুধ কিনে এনে খাওয়াতে বলা হয়। এতে সে আরও অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসা করা হয়নি। শনিবার দুপুরে মৃত্যু হয় শিশুটির। ডাক্তারদের সঙ্গে কথা বলতে গেলে শিশুর পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।

ডাঃ উৎপল দাঁ বলেন, ‘শিশুটি প্রি ম্যাচিওর বেবি ছিল। জন্মের পর থেকেই অসুস্থ। তাকে এসএনসিইউ-তে ভরতি করা হয়েছিল। পরে শিশুটি সেপ্টিসেমিয়াতে আক্রান্ত হয়। ফলে রক্তের সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাই তাকে বাঁচানো যায়নি।’

চিকিৎসক ও নার্সদের দুর্ব্যবহারের প্রসঙ্গে বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কেন তাকে দুধ কিনে এনে খাওয়াতে বলা হল সেটাও দেখা হচ্ছে। চিকিৎসকদেরও ওয়ার্কশপ করে বার্তা দেওয়া হচ্ছে যে তাঁরা যেন রোগী ও তার পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করেন।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PriqaW

September 01, 2018 at 10:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top