নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বরঃ বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র দাবি করলেন, বিজয় মালিয়ার কিং ফিশার সংস্থা নাকি আসলে গান্ধি পরিবারের সম্পত্তি।
বৃহস্পতিবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে সম্বিত পাত্র দাবি করেন, গান্ধি পরিবার যেভাবে কিংফিশার এয়ারলাইন্সের পরিসেবা ব্যবহার করেছে তাতে মনে হয় তাঁরাই এর মালিক! কখনও বিজনেস ক্লাসের আপগ্রেডেশন আবার কখনও বিনামূল্যে বিমানের টিকিট, গান্ধি পরিবারের সদস্যরা এই সব সুযোগ সুবিধা নিয়েছেন বিজয় মালিয়ার থেকে। তিনি আরও দাবি করেন, রাহুল গান্ধির সংস্থা কলকাতার একটি শেল কোম্পানির মাধ্যমে এক কোটি টাকার ঋণও নিয়েছিল।
বিজয় মালিয়ার সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অশুভ আঁতাত করেছেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির এই অভিযোগের পরই পালটা তোপ বিজেপির তরফে।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের দাবি, রাহুল গান্ধির লন্ডন সফরের পরই অরুণ জেটলির সঙ্গে তাঁর সাক্ষাৎ-এর কথা প্রকাশ করেন মালিয়া। রবি প্রসাদের প্রশ্ন, তাহলে কি হাত মিলিয়েছেন বিজয় মালিয়া ও রাহুল গান্ধি। তিনি বলেন, একটি ছোট বিষয়কে বড় করে দেখিয়ে বিতর্ক তৈরি করতে চাইছে কংগ্রেস।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MrAXlQ
September 13, 2018 at 06:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন