অক্টোবরে গুজরাটে উদ্বোধন হচ্ছে বিশ্বের উচ্চত্তম বল্লভভাইয়ের মূর্তি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বরঃ ১৮২ মিটার উঁচু বিশ্বের সবচেয়ে বড় সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি আগামী ৩১ অক্টোবর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই জানালেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির দ্বিতীয় দিনের বৈঠকের শেষে গুজরাটের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের সম্প্রীতির নজির হিসাবে তৈরি হয়েছে ‘স্ট্যাচু অব ইউনিটি’। বল্লভভাই প্যাটেলের সৌধকে এই নামেই ডাকছেন বিজেপি নেতারা। রূপানির কথায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মূর্তি তৈরির সামগ্রী নিয়ে আসা হয়েছে। নর্মদা নদীর উপরে তৈরি সর্দার সরোবর বাঁধের কাছে প্রায় ২০ হাজার বর্গমিটার জুড়ে তৈরি করা হয়েছে বল্লভভাইয়ের সৌধটি। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সে বছরই ৩১ অক্টোবর শুরু হয় মূর্তি তৈরির কাজ। এই মূর্তি নিয়ে একাধিকবার বিতর্কও তৈরি হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2O3XGpF

September 10, 2018 at 04:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top