কলকাতা, ২৫ সেপ্টেম্বরঃ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হল ডেঙ্গু আক্রান্ত এক যুবকের। জানা গিয়েছে, উত্তর দমদম পুরসভার ১ নং ওয়ার্ডের বিশরপাড়ার বাসিন্দা ওই ব্যক্তির নাম মানস দাস (৩৪)। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
পরিবার সূত্রে খবর, বিগত ১০দিন আগে জ্বর হয়েছিল মানসবাবুর। স্থানীয় ডাক্তার দেখিয়ে জ্বর কমে যায়। কিন্তু তারপরেই ১৮ সেপ্টেম্বর পুনরায় জ্বর আসলে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে জানান রক্তে তাঁর প্লেট লেট কমে ১৬ হাজার হয়ে গিয়েছে। পরপর দুদিন ওষুধ খেয়ে প্লেট লেট বেড়ে ৩৫ হাজার হয়ে যায়। কিন্তু সোমবার রাতে নার্সিংহোম থেকে পরিবারের লোকদের জানানো হয মানসবাবুর অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে বাড়ির লোকজন দ্রুত ছুটে যান নার্সিংহোমে। সেখানে গিযে তাঁরা দেখেন সেখানে কোনো ডাক্তারই উপস্থিত নেই। সেদিন রাতে ওই নার্সিংহোমেই মানসবাবুর মৃত্যু হয়। পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করা হচ্ছে। অপরদিকে, মঙ্গলবার পূর্ব কলকাতার পার্ক সার্কাসের একটি হাসপাতালে সোয়াইন ফ্লুতে মৃত্যু হয় বর্ষা বিশ্বাস নামে সাড়ে পাঁচ বছরের এক শিশুর। তার বাড়ি নদিয়া জেলার ধানতলা থানা এলাকায়। শিশুটির পরিবারসূত্রে পাওযা খবরে জানা যায যে গত ১৩ সেপ্টেম্বর তার রক্তে এনওযানএইচওযান ফোর (N1H14) ধরা পড়ে। এরপরেই তাকে কলকাতার পার্ক সার্কাসের ওই হাসপাতালটিতে ভরতি করা হলে এদিন সকালে তার মৃত্যু হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IeuAS7
September 26, 2018 at 12:03AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন