নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বরঃ রাষ্ট্রপুঞ্জের মানব উন্নয়ন সূচক (এইচডিআই)-এ এক ধাপ এগোল ভারত। বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে ভারত ১৩০ নম্বরে উঠে এসেছে। বাংলাদেশ এবং পাকিস্তান আছে যথাক্রমে ১৩৬ এবং ১৫০ নম্বরে। শুক্রবার এইচডিআই প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের সহায়ক সংস্থা রাষ্ট্রপুঞ্জ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি। তাদের পরিসংখ্যান অনুসারে, ২০১৭ সালে দক্ষিণ এশিয়ার গড় এইচডিআই মূল্য ০.৬৩৮। ২০১৬ সালে ০.৬২৪ এইচডিআই মূল্য সহ ভারত ছিল ১৩১ নম্বরে।
শিক্ষা, স্বাস্থ্য এবং আয়ের ওপর ভিত্তি করে মানব উন্নয়ন সূচক নির্ধারণ করা হয়। এই তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে, সুইৎজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড এবং জার্মানি। আর সবার শেষে আছে নাইজের, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সাউথ সুদান, চাদ এবং বুরুন্ডি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QwGv1o
September 15, 2018 at 05:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন