নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বরঃ জাকার্তায় কেরিয়ারের সব থেকে বড়ো সাফল্য পাওয়ার পর তীরে অসে তরী ডোবার মতোই অল্পের জন্য লক্ষ্যপূরণ করতে পারলেন না শট পাটার তাজিন্দর পাল সিং তুর। এশিয়ান গেমসের শট পাটে সোনা জেতার পর তাজিন্দর জানিয়েছিলেন, জাকার্তা থেকে সোনার পদক জিতে দেশে ফিরে বাবার হাতে সেটি তুলে দেওয়াই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। সেকারণেই গত দু’বছর অক্লান্ত প্ররিশ্রম করেছেন তিনি। কিন্তু এত কাছে এসেও বাবার মুখে হাসি তুলে দিতে পারলেন না তিনি।
গত দু’বছর ধরে ক্যান্সারে ভুগছেন তাজিন্দরের বাবা। তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল প্রতিদিন। সোমবার সন্ধ্যায় জাকার্তা থেকে ফিরে দিল্লি বিমানবন্দরে পঞ্জাবের মোগার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। মাঝপথেই দুঃসংবাদ আসে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাঁর পিতা। খবরটা পেলেও এশিয়ান গেমসে ছেলের জেতা পদকটা হাতে নিয়ে দেখে যেতে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ তাজিন্দর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LPo98t
September 04, 2018 at 02:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন