ভারত-পাকিস্তান ক্রিকেট মহারণের পাশাপাশি সাম্প্রতিক সময়ে একাধিকবার শিরোনামে উঠে এসেছে উপমহাদেশের আরও এক ক্রিকেটযুদ্ধ৷ বাইশ গজের সেই লড়াই ভারত-বাংলাদেশের৷ সাম্প্রতিক সময়ে বেশ কিছু উত্তেজক ম্যাচ উপহার দিয়েছে এই দুই দেশ৷ এক নজরে দেখে নেওয়া যাক ভারত-বাংলাদেশের বেশ কিছু উত্তেজক লড়াই- ১) নিদাহাস ট্রফির ফাইনাল- শ্রীলঙ্কার মাটিতে উত্তেজক ফাইনালে ১৬৭ রান তাড়া করতে নেমে শেষ বলে বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল ভারতীয় দল৷ ফাইনালের নায়ক ছিলেন একজনই৷ তিনি দীনেশ কার্তিক৷ তার ৮ বলে ২৯ রানের মারকাটারি ইনিংস খেলে বাংলাদেশের জয় কেড়ে নিয়েছিলেন৷ শেষ বলে ছক্কা হাঁকিয়েছিলেন কার্তিক৷ ভারতের হয়ে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা৷ ২)নিদাহাস ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে হওয়া ত্রিদেশীয় নিদাহাস ট্রফির গ্রুপ পর্বেও বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত৷ প্রথম ম্যাচে টাইগারদের বিরুদ্ধে ৬ উইকেট জয় পায় ভারত৷ দ্বিতীয় ম্যাচে ১৭ রানে জেতে রোহিতরা৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রান তোলে ভারত৷ জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৫৯ রানে৷ ৩) টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬র সেই ম্যাচ ভারত-বাংলাদেশের উত্তেজক ম্যাচ বললেই মনে পড়বে ২০১৬ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ৷ হাড্ডাহাড্ডি সেই ম্যাচে শেষ বলে ম্যাচ জিতেছিল ভারতীয় দল৷ থ্রিলার ম্যাচে শেষ বলে মুস্তাফিজুর রহমানকে রান আউট করেন ধোনি৷ ১ রানে ম্যাচ জিতে নেয় ভারত৷ অল্প পুঁজির ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত সাত উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছিল৷ জবাবে বাংলাদেশ নির্ধারিত কুড়ি ওভারে ১৪৫ রানে থেমে যায়৷ ৪) চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ- চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট পায় কোহলির ভারত৷ একতরফা ম্যাচে প্রথমে ব্যাট করে শাকিবরা ২৬৪ রান তোলে৷ ৭০ রানের মারকাটারি ইনিংস খেলেন তামিম ইকবাল৷ পালটা ব্যাট করতে নেমে রোহিতের শতরানে ভর করে এক উইকেট হারিয়ে সহজে ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লু৷ সেই ম্যাচে রোহিত ১২৩ ও কোহলি ৯৬ রানে অপরাজিত ছিলেন৷ তথ্যসূত্র: বিডি-প্রতিদিন একে/০৬:৫৭/২১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MSlPOz
September 22, 2018 at 12:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top