ভারত-পাকিস্তান ক্রিকেট মহারণের পাশাপাশি সাম্প্রতিক সময়ে একাধিকবার শিরোনামে উঠে এসেছে উপমহাদেশের আরও এক ক্রিকেটযুদ্ধ৷ বাইশ গজের সেই লড়াই ভারত-বাংলাদেশের৷ সাম্প্রতিক সময়ে বেশ কিছু উত্তেজক ম্যাচ উপহার দিয়েছে এই দুই দেশ৷ এক নজরে দেখে নেওয়া যাক ভারত-বাংলাদেশের বেশ কিছু উত্তেজক লড়াই- ১) নিদাহাস ট্রফির ফাইনাল- শ্রীলঙ্কার মাটিতে উত্তেজক ফাইনালে ১৬৭ রান তাড়া করতে নেমে শেষ বলে বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল ভারতীয় দল৷ ফাইনালের নায়ক ছিলেন একজনই৷ তিনি দীনেশ কার্তিক৷ তার ৮ বলে ২৯ রানের মারকাটারি ইনিংস খেলে বাংলাদেশের জয় কেড়ে নিয়েছিলেন৷ শেষ বলে ছক্কা হাঁকিয়েছিলেন কার্তিক৷ ভারতের হয়ে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা৷ ২)নিদাহাস ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে হওয়া ত্রিদেশীয় নিদাহাস ট্রফির গ্রুপ পর্বেও বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত৷ প্রথম ম্যাচে টাইগারদের বিরুদ্ধে ৬ উইকেট জয় পায় ভারত৷ দ্বিতীয় ম্যাচে ১৭ রানে জেতে রোহিতরা৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রান তোলে ভারত৷ জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৫৯ রানে৷ ৩) টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬র সেই ম্যাচ ভারত-বাংলাদেশের উত্তেজক ম্যাচ বললেই মনে পড়বে ২০১৬ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ৷ হাড্ডাহাড্ডি সেই ম্যাচে শেষ বলে ম্যাচ জিতেছিল ভারতীয় দল৷ থ্রিলার ম্যাচে শেষ বলে মুস্তাফিজুর রহমানকে রান আউট করেন ধোনি৷ ১ রানে ম্যাচ জিতে নেয় ভারত৷ অল্প পুঁজির ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত সাত উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছিল৷ জবাবে বাংলাদেশ নির্ধারিত কুড়ি ওভারে ১৪৫ রানে থেমে যায়৷ ৪) চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ- চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট পায় কোহলির ভারত৷ একতরফা ম্যাচে প্রথমে ব্যাট করে শাকিবরা ২৬৪ রান তোলে৷ ৭০ রানের মারকাটারি ইনিংস খেলেন তামিম ইকবাল৷ পালটা ব্যাট করতে নেমে রোহিতের শতরানে ভর করে এক উইকেট হারিয়ে সহজে ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লু৷ সেই ম্যাচে রোহিত ১২৩ ও কোহলি ৯৬ রানে অপরাজিত ছিলেন৷ তথ্যসূত্র: বিডি-প্রতিদিন একে/০৬:৫৭/২১ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MSlPOz
September 22, 2018 at 12:56AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.