মুম্বাই, ২০ সেপ্টেম্বর- যশ রাজের ফিল্মসের হাত ধরে বলিউডে এসেছিল ইশকজাদে জুটি৷ যার পর থেকেই দর্শকের ফেভারিট অনস্ক্রিন কাপেল হিসেবে অর্জুন কাপুর এবং পরিনীতি চোপড়ার নাম তালিকায় উঠে আসে৷ দর্শকের পাশাপাশি অর্জুনের দাদিরও পছন্দ পরিনীতিকে৷ কেবল পছন্দই নয়, পরিনীতিকেই, অর্জুনের যোগ্য স্ত্রী হিসেবে দেখেন তিনি৷ সম্প্রতি তাঁদের আসন্ন ছবি নমস্তে ইংল্যান্ডর প্রচারে অর্জুন এ কথা জানিয়েছেন৷ তিনি জানান, ছবির ট্রেলার দেখার পর আমার ঠাম্মা আমায় বললেন যে আজ পর্যন্ত আমি যে কজন অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছি তাঁদের মধ্যে পরিনীতির পাশেই আমাকে সবচেয়ে ভালো লাগে৷ এমনকি ঠাম্মার এও মনে হয় যে ব্যক্তিগত জীবনেও পরিনীতি আমার যোগ্য স্ত্রী৷ সম্প্রতি মুক্তি পেয়েছেনমস্তে ইংল্যান্ড ছবির গান ভরে বাজার৷ বাদশার ব়্যাপে এই পেপি ট্র্যাকে আরও মন ভরেছে নেটিজেনের৷ গানটি ভাইরাল হয়েছে কয়েক মুহূর্ত লাগে৷ অর্জুন কাপুর এবং পরিনীতি চোপড়ার সেই ইশকজাদের পুরনো প্রেম আবারও জেগে উঠেছে৷ পেহেলিবার এক বিবি কা অ্যাফেয়ার, কিসি আদমিকে সাথ নেহি, এক শহরকে সাথ দেখা হে। ভালবাসা, ঘর-সংসার, পরিবার, নিজের দেশ-সব কিছু ছেড়ে, এক অজানা-অচেনা দেশে থাকার অদম্য জেদ। কিন্তু কেন! কিসের জন্য পিছু টান ছেড়ে নিজের শেখর উপড়ে বিদেশীনি হওয়ার চেষ্টা?উত্তর কিছুটা আন্দাজ করতে পারবেন নমস্তে ইংল্যান্ড ট্রেলার দেখে। নমস্তে লন্ডন-এর ফ্লেভার বজায় রেখে, এবারেও পঞ্জাব দা পুত্তার অর্জুন কাপুর বউকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে আসে বিদেশে। তবে এখানে কাহীনিতে রয়েছে ট্যুয়িস্ট। এই গল্পে দেড় বছর সংসার করার পর, পঞ্জাব ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে যান জসমিন (পরিণীতি)। কিন্তু না তার সংসারে ভালবাসার অভাব ছিল না। কিন্তু কেন এমন করল জসমিন! তার উত্তর মিলবে পর্দায়। প্রসঙ্গত সেবার ইশকজাদের ভালবাসার শেষরক্ষা হয়নি। নেপথ্যে ধর্ম। আর এবার মুক্তি আগেই খানিকটা সেই কারণে বিতর্কে জড়িয়েছে নমস্তে ইংল্যান্ড। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল এই ছবির পোস্টার। যেখানে ছিল ভারতের মানচিত্র। সমস্যা হল ইন্ডিয়ার ম্যাপ নাকি ভুল আঁকা হয়েছিল পোস্টারে। আকসাই চিন অংশটি দেখানোই হয়নি সেখানে৷ তাই নিয়েই রে রে করে উঠেছিল নেটিজেনদের দল।একের পর এক বিতর্কিত মন্তব্যে ভরেছে ট্যুইটার। কেউ বলছেন, পোস্টারের মানচিত্রে আকসাই চিন অংশটি বাদ দিয়ে নীরবে কী বলতে চাইছেন নির্মাতারা? কেউ আবার বলেছিলেন, চিনকে খুশি করতেই নাকি এমন পন্থা নিয়েছেন নির্মাতারা। আসলে তাঁদের মতে, আজকাল চিনে বলিউডি মুভির বাজার বেশ ভাল। তাই চায়নায় সিনেমা হিট করতে এমনটা করেছেন তাঁরা। তবে এসব ছাড়িয়ে কেউ কেউ তো আবার বলিউডকে সরাসরি প্রো-পাকিস্তান বলেও কটাক্ষ করেছিলেন। তবে এসব আজ অতীত ট্রেলারেই বাজি মেরেছেন ইশকজাদে। ইতিমধ্যে ভিউজ চলে গিয়েছে লাখের ওপরে। ঘুরছে নায়ল-নায়িকাদের ট্যুইটার হ্যান্ডেলে। তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৬:২৫/২০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xmYdMY
September 21, 2018 at 12:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top