হাতির তাড়া খেয়ে পালাতে গিয়ে তিস্তা সেচ নালায় পড়ল মালবাহী গাড়ি

রাজগঞ্জ, ১৪ সেপ্টেম্বরঃ হাতির তাড়া খেয়ে ভয়ে পালাতে গিয়ে তিস্তা সেচ নালায় পড়ল একটি মালবাহী ছোটো গাড়ি। এই ঘটনায় এক স্কুলছাত্র সহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার ঘটনাটি ঘটে গজলডোবার কাছে তিস্তা ক্যানেলে।

জানা গিয়েছে, এদিন মালবাহী গাড়িটি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। গাড়িতে চালক সহ দুজন ছিলেন। সেই সময় গজলডোবার জঙ্গলের রাস্তায় একটি হাতি দেখে ঘাবড়ে যান তাঁরা। হাতিটি তাড়া করতেই চালক গাড়ি নিয়ে পালাতে যান। তখনই পেছন দিকে অপর একটি গাড়িতে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সেচ নালায় পড়ে যায় মালবাহী গাড়িটি।

বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে সেখানে পৌঁছায় মিলনপল্লি ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ ও স্থানীয়রা মিলে মালবাহী গাড়িটি সেচনালা থেকে উদ্ধার করে। এই ঘটনায় মালবাহী গাড়ির দুজন এবং অপর গাড়িতে থাকা সজিব দাস নামে এক স্কুলছাত্র আহত হয়। ওই স্কুলছাত্রের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গজলডোবার জঙ্গলের রাস্তায় হাতিটিকে দেখে ভয়ে পালাতে গিয়ে এই ঘটনাটি ঘটে। যদিও কিছুক্ষণ পরই হাতিটি আবার জঙ্গলে ফিরে যায়।

সংবাদদাতাঃ রণজিৎ বিশ্বাস



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CSU7BB

September 14, 2018 at 01:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top