নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বরঃ ৮৯ বছর বয়সেও লক্ষ্যে অবিচল। আরও পড়তে চান শরণবাসবরাজ বিসারাহল্লি। কর্ণাটকের কোপ্পাল এলাকার এই স্বাধীনতা সংগ্রামী তথা সমাজসেবী এই মুহূর্তে পিএইচডি করছেন। জীবনের এই ইচ্ছে পূরণের উদ্দেশ্যেই জোরকদমে চলছে পড়াশোনা। সম্ভবত তিনি বেশি বয়সি প্রার্থী হিসেবে পিএইচডি এন্ট্রান্স পরীক্ষা দিতে চলেছেন। ইতিমধ্যে ১৫টি বই লেখা হয়ে গিয়েছে তাঁর। আইনে ডিগ্রি আছে, মাস্টার্স ডিগ্রিও করেছেন।
১৯২৯ সালে কর্ণাটকের কোপ্পালে জন্ম হয় এই স্বাধীনতা সংগ্রামীর। অল্প বয়সেই জড়িয়ে পড়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। ১৯৯১ সালে শিক্ষক পদ থেকে অবসরগ্রহণ করেন তিনি। এরপরই ঠিক করেন, নিজেকে আরও উচ্চশিক্ষিত করে তুলবেন। শুরু করেন আইন নিয়ে পড়াশোনা। আইনে স্নাতক হওয়ার পর স্নাতকত্তোরের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েন। কর্নাটক বিশ্ববিদ্যালয় থেকে কন্নড় সাহিত্যে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। কিন্তু প্রথমবার ৫৫ শতাংশের কম নম্বর পাওয়ায় ফের ওই বিষয়ে আবার মাস্টার্স করেন তিনি। এবার ৬৬ শতাংশ নম্বর পাওয়ায় তাঁর সামনে খুলে গিয়েছে পিএইচডি এন্ট্রান্স পরীক্ষার দরজা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2x39H7i
September 10, 2018 at 05:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন