কলকাতা, ১৯ সেপ্টেম্বর- চোখের সামনে সব পুড়ে ছাই৷ বীভৎস সেই স্মৃতি৷ তিন দিন পর আগুন নিয়ন্ত্রণে৷ কিন্তু ছাই চাপা আগুন ঘিরেই এখন আতঙ্ক দানা বাঁধছে৷ এরই মধ্যে আগুনে পোড়া সামগ্রী সরানো নিয়ে শুরু হয়েছে পুলিশ ও কলকাতা পুরসভার কাজিয়া৷ প্রকাশ্যে না হলেও বাগরির আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে তা৷ মাঝে মধ্যেই বাগরি মার্কেটের বিভিন্ন স্থানে হঠাৎ জ্বলে উঠছে আগুন৷ পকেট ফায়ারের কারণেই এই আগুন বলে দাবি দমকলের৷ পোড়া সামগ্রী সরানো না পর্যন্ত পকেট ফায়ারের আশঙ্কা থেকেই যাবে৷ আতঙ্কে ব্যবসায়ীরা৷ এই স্তূপাকার সামগ্রী সরানোর দায়িত্ব কাদের? পুলিশ ও দমকলের সোজা উত্তর, অবশ্যই পুরসভার৷ কিন্তু বুধবার বেলা বাড়লেও পুর কর্মীদের দেখা নেই৷ আগুনে পুড়ে কঙ্কালসার বাগরির বিভিন্ন তলায় জমে রয়েছে সামগ্রী৷ মার্কেটের চারদিকেও একই ছবি৷ এইসব দেখে অসন্তুষ্ট পুলিশ ও দমকল৷ এক উচ্চপদস্থ পুলিশ অফিসারের দাবি, পুলিশ ও দমকল আগুন নিয়ন্ত্রণে আসতেই পুরসভার সাফাই কর্মীদের মার্কেটের ভিতরে গিয়ে পরিষ্কারের অনুমতি দিয়েছে৷ তবুও এই হাল৷ পুর কর্মীদের এই ঢিলেমিতে যেকোনও সময় বড় বিপদ ঘটে যেতে পারে বলে আশঙ্কা দমকলের৷ তিনদিনের আগুন ব্যবসায়ীদের শেষ সম্বলটুকুও বাঁচিয়ে রাখেনি৷ বাগরি যেন মৃত্যুপুরী৷ আগুন নেভানো নিয়ে বহু কচকচানি হজম করতে হয়েছে৷ নতুন করে দুর্ঘটনা এড়াতে তাই পুরকর্মীদের আরও তৎপরপতা আশা করছে সর্বহারা বাগরির ব্যবসায়ী ও স্থানীয়রা৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৬:২৫/১৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PNKTYQ
September 20, 2018 at 12:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top