কর্তার সাহিব করিডর খোলায় পাকিস্তানের প্রশংসা সিধুর

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বরঃ ভারতের দিকে সৌজন্যের হাত বাড়িয়েছে পাকিস্তান। ভারতীয় শিখ তীর্থযাত্রীদের জন্য কর্তারপুর সাহিব সীমান্ত খুলে দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে পাক প্রশাসন। এর ফলে গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নারোয়াল জেলার শিখ তীর্থে যেতে সুবিধা হবে না পুণ্যার্থীদের। ওই পবিত্রস্থানেই জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন গুরু নানক। তাই এই স্থানকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন শিখরা। পাকিস্তানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু। পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ধর্মের সঙ্গে রাজনীতিকে না জড়ানোর জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। সিধু আরও বলেছেন, পাক প্রশাসনের এই সিদ্ধান্তে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NuX6E6

September 07, 2018 at 09:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top