আবুধাবি, ২৩ সেপ্টেম্বর- আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন দুইজন বাংলাদেশি। এবার তৃতীয় বাংলাদেশি হিসেবে এ তালিকায় পৌঁছেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রোববার (২৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে মুশফিকুর রহিমের রান সংখ্যা ছিল ৪৯৯৩। আর আজকের ম্যাচে ৭ রান পূর্ণ করে তামিম-সাকিবের কাতারে পৌঁছে যান তিনি। হিসাব বলছে, এশিয়া কাপের আগে মুশফিকুর রহিমের রান সংখ্যা ছিল ৪৮২৮ রান। অর্থাৎ ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তার রানের প্রয়োজন ছিল ১৭২ রান। আর এশিয়া কাপের মধ্যে যে তিনি এই রান পূর্ণ করবেন তা আগে থেকেই অনুমেয় ছিল। মজার ব্যাপার হলো, এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচেই ১৪৪ রানের ইনিংস খেলেন মুশফিক। এর পরের ম্যাচে ২১। আর আজ ২৮ রানে অপরাজিত রযেছেন তিন। প্রসঙ্গত, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান তামিম ইকবালের। তার ১৮১ ইনিংসে তার রান সংখ্যা ৬৩০৭। অন্যদিকে টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের সংগ্রহ ৫৪৮২ রান। তথ্যসূত্র: গো নিউজ২৪ এইচ/১৯:২৫/২৩ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PY34Lk
September 24, 2018 at 01:27AM
23 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top