উত্তরপ্রদেশে কারখানায় অগ্নিকাণ্ড, মৃত ৬ শ্রমিক

লখনউ, ১২ সেপ্টেম্বরঃ পেট্রো কেমিক্যাল কারখানায় মিথেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন ছয় শ্রমিক। ঘটনাটি উত্তরপ্রদেশের বিজনৌরের নাগিনা রোডের মোহিত পেট্রো কেমিক্যাল কারখানার।

মৃত্যু হয়েছে কামালবীর, লোকেন্দ্র, রবি, চেত্রম, বিক্রান্ত এবং বাল গোবিন্দ নামে শ্রমিকদের। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও আটজন। দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ কপিল, পারভেজ ও অভয় রাম নামে তিনজন শ্রমিক। তাঁদের খোঁজে চলছে তল্লাশি।

লিক হয়ে যাওয়া একটি সিলিন্ডার সারাইয়ের কাজ চলছিল। আচমকা সেই সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে থাকা ছ’জন যুবক মুহূর্তের মধ্যেই মারা যান। বাকি আটজন শ্রমিকও গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁদের জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তাঁদের শরীরের অধিকাংশই পুড়ে গিয়েছে।

বিজনৌরের পুলিশ সুপার উমেশ কুমার বলেন, খবর পাওয়ার পরই বিশাল পুলিশবাহিনী ওই কারখানা চত্বরে পৌঁছায়। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। বিস্ফোরণের তীব্রতায় অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। নামে ছ’জন মারা গিয়েছেন।

কারখানা মালিকের বিরুদ্ধে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহত ও আহত শ্রমিকদের পরিজনেরা।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QoJjgX

September 12, 2018 at 06:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top