ঢাকা, ১৯ সেপ্টেম্বর- বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার নায়িকাদের নাম উঠলেই সবার আগে চলে আসে তার নাম। যিনি প্রতিবারই ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়েছে দর্শকদের সামনে। বলছি নায়িকা পরীমণির কথা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওয়ালে বুধবার (১৯ সেপ্টেম্বর) নিজের জীবনযাপন নিয়ে বেশ কিছু কথা ভক্তদের জন্য তুলে ধরেন পরীমণি। পরীমণি তার ফেসবুকে লেখেন, নিজেকে ভালোবাসা, হ্যাঁ আমি এটা করি। সব কিছু নয়, তবে কিছু ভালো আর কিছু মন্দ তো আমি ভালোবাসিই। আমি আমার খ্যাপাটে জীবনযাপনকে ভালোবাসি। আমি সংযম ও নিয়মানুবর্তিতার ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে ভালোবাসি। আমি উপভোগ করি কথা বলা বা মত প্রকাশের স্বাধীনতাকে। আর ভালো লাগে যখন কর্ম ক্লান্তিতে আমার চোখটা বুজে আসে। পরী আরও লেখেন, মানুষকে হৃদয় থেকে বিশ্বাস করতে আমার ভালো লাগে- এটা আমার অন্যতম ভালোবাসার জায়গা। এমনকি এতে যদি আমার মন ভাঙে, তারপরও ভালোবাসি। আমি গর্বিত, আমার বর্তমান জীবন এবং ভবিষ্যতে যা ঘটবে- সে সব নিয়েই। উল্লেখ্য, পরীমণি অভিনীত স্বপ্নজাল ছবিটি সর্বশেষ মুক্তি পায়। এদিকে আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত ছবি আমার প্রেম আমার প্রিয়া। এতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন কায়েস আরজু। তথ্যসূত্র: বিডি২৪লাইভ একে/০৭:২০/১৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MHUvm0
September 20, 2018 at 01:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top