আর মাত্র তিনদিন পরই মাঠে গড়াবে এশিয়া কাপ। এটি এশিয়ার সেরা হওয়ার ১৪তম আসর। এবারের আসরে অংশ নেবে মোট ছয়টি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান ও হংকং। গ্রুপ বি তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। এ নিয়ে তৃতীয়বারের মতো সেখানে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই দেখবে বিশ্ব। এ আসরের স্পন্সর ইউনিমানি। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। ফাইনালি লড়াই হবে ২৮ সেপ্টেম্বর। এর মাঝে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণও দেখার সুযোগ পাবেন বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। ইতিমধ্যে এশিয়া কাপের ট্রফি উন্মোচন হয়েছে। সেখানে ভিড়তে শুরু করেছে দলগুলো। দেশি চ্যানেলের পাশাপাশি বিদেশি টেলিভিশনেও সরাসরি তাদের যুদ্ধ দেখা যাবে। এবারের টুর্নামেন্টে ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ হবে। প্রতিযোগিতার সব ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। সেইসঙ্গে ইউটিউবে র্যাবিটহোলও খেলাগুলো সম্প্রচার করবে। এ ছাড়া মাছরাঙ্গা ও বিটিভির পর্দায়ও খেলা দেখতে পারবেন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের দর্শকদের জন্য খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস। যুক্তরাজ্যে মাঠের আমেজ দর্শকদের সামনে ছড়িয়ে দেয়ার দায়িত্ব পেয়েছে স্কাই স্পোর্টস ক্রিকেট। এ ছাড়া অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্টস, কানাডায় এটিএন ক্রিকেট প্লাস, যুক্তরাষ্ট্রে উইলো টিভিতে দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন। মালেয়েশিয়ায় অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি, মধ্যপ্রাচ্যে ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি, সিঙ্গাপুরে স্টার ক্রিকেট এবারের আসরের খেলাগুলো সম্প্রচার করবে। একনজরে টেলিভিশন চ্যানেলগুলোর তালিকা দেখে নিন- বাংলাদেশ- গাজী টিভি, বিটিভি, মাছরাঙ্গা, র্যাবিটহোল (ইউটিউব)। ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান- স্টার স্পোর্টস, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস। যুক্তরাজ্য- স্কাই স্পোর্টস ক্রিকেট। অস্ট্রেলিয়া- ফক্স স্পোর্টস। দক্ষিণ আফ্রিকা- সুপার স্পোর্টস। মালয়েশিয়া- অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি। মধ্যপ্রাচ্য- ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি। সিঙ্গাপুর- স্টার ক্রিকেট। কানাডা- এটিএন ক্রিকেট প্লাস (এশিয়ান টেলিভিশন নেটওইয়ার্ক)। যুক্তরাষ্ট্র- উইলো টিভি। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ১১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O72smj
September 11, 2018 at 03:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top