মুম্বই, ২৮ সেপ্টেম্বরঃ চলতি সপ্তাহেই ‘হর্ন ওকে’ ছবির শুটিং সেটে নানা পাটেকরের বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তিনি অভিযোগ এনেছিলেন, একটি গানের শ্যুটিংয়ের সময় নানা তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করেন নানা। এমনকী অন্তরঙ্গ হওয়ারও প্রস্তাব দিয়েছিলেন। যদিও অভিযোগ খারিজ করে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন অভিনেতা নানা পাটেকর।
প্রথমে বলিউডের কেউ তনুশ্রীর পাশে না দাঁড়ালেও, তনুশ্রীর পাশে দাঁড়াচ্ছেন বলিউড ব্যক্তিত্বরা।
তনুশ্রীর সমর্থনে ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়া ট্যুই করেন। পাশে দাঁড়ান সোনম কাপুর, পরিণীতি চোপড়া, ট্যুইঙ্কল খন্না, স্বরা ভাস্কর, রিচা চড্ডা, অনুরাগ কাশ্যপের মত তারকারাও।
তবে বিতর্কিত বিষয়টি এড়িয়ে গিয়েছেন অনেকেই। অমিতাভ বচ্চনকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেন, ‘আমি নানা পাটেকরও নই, তনুশ্রী দত্তও নই। তাই উত্তর দিতে পারব না’। সলমন খানের কাছে তাঁর মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ সম্পর্কে এখনও কিছু জানি না। আগে খোঁজ নেই, তারপর মন্তব্য করব।’
This thread is very telling. @janiceseq85 was there at the time of the incident being debated today. Even when #TanushreeDutta had career concerns to keep quiet 10 years ago she did not & her story hasn’t changed now. Her courage should be admired, not her intention questioned. https://t.co/Ola3MNdmtS
— Farhan Akhtar (@FarOutAkhtar) September 27, 2018
https://twitter.com/priyankachopra/status/1045528195745947648
I believe #TanushreeDatta and @janiceseq85 recollection of the account. Janice is my friend, and she is anything but an exaggerator or a liar. And it’s upto us to stand together. https://t.co/sF3mS5o1P8
— Sonam K Ahuja (@sonamakapoor) September 28, 2018
Please read this thread before judging or shaming #TanushreeDutta a working environment without harassment and intimidation is a fundamental right and by speaking up this brave woman helps pave the way towards that very goal for all of us! https://t.co/f8Nj9YWRvE
— Twinkle Khanna (@mrsfunnybones) September 28, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QgGZIi
September 28, 2018 at 08:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন