২০১৭-১৮ মৌসুমে ইউরোপিয়ান অঞ্চলে নজরকাড়া পারফরম্যান্সের স্বীকৃতি পেল লস ব্লাঙ্কোসরা। মৌসুমে ইউরোপের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের এ পুরস্কার দিয়েছে ইউরোপিয়ান ক্লাব অ্যাসেসিয়েশন (ইসিএ)। গত মৌসুমে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতে রিয়াল মাদ্রিদ। এটি তাদের ইতিহাসে ১৩তম ইউরোপ সেরার ট্রফি। গত চার মৌসুমে তিনবারই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে রিয়াল। এজন্যই রামোস-মদরিচদের ক্লাবকে সেরার পুরস্কার দেয় ইসিএ। ২০১৪র পর ২০১৬, ২০১৭ ও ২০১৮তে শিরোপা জেতে রিয়াল। ইউরোপের সেরা নারী ফুটবল ক্লাব নির্বাচিত হয়েছে যৌথভাবে আর্সেনাল ও চেলসি। ২০১৮তে আর্সেনাল-চেলসির মধ্যে এফএ কাপ ফাইনালে ওয়েম্বলিতে ৪৫ হাজার ৪২৩ দর্শক উপস্থিত ছিলেন। দুদলের ম্যাচে নারী ফুটবলে রেকর্ড দর্শক উপস্থিতির জন্যই সেরা হয় গানার ও ব্লজরা। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/ ১৩ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2x7RSEg
September 13, 2018 at 05:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top