‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের প্রথম উপভোক্তা জামশেদপুরের আয়ুষ্মতী

জামশেদপুর, ২৭ সেপ্টেম্বরঃ কয়েকদিন আগেই বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্পের ‘আয়ুষ্মান ভারত’-এর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের(মোদিকেয়ার) আওতায় জামশেদপুর সদর হাসপাতালে জন্মাল এক শিশু। প্রকল্পের অনুপ্রেরণায় তার রাখা হয়েছে আয়ুষ্মতী।

রবিবার রাঁচিতে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-আয়ুষ্মান ভারত(PMJAY) প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের আওতায় ১৩০০ হার্ট, কিডনি, লিভার এবং ডায়াবেটিসের রোগীকে চিকিৎসা পরিসেবা দেওয়া হবে। ১৩ হাজার হাসপাতালকে প্রকল্পের আওতায় আনা হয়েছে।

এই প্রকল্পের প্রথম উপভোক্তা আয়ুষ্মতী। প্রকল্পের নামেই তার নামকরণের সিদ্ধান্ত নেন মা পুনম মাহাতো। আয়ুষ্মান ভারত প্রকল্পে ৬০ শতাংশ টাকা দেবে কেন্দ্র, বাকি ৪০ শতাংশ রাজ্য।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OTU6ig

September 27, 2018 at 07:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top